কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লায় ফটো সাংবাদিক ফোরামের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত বাবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য মোঃ জহিরুল হক বাবুর সন্চালনায় ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেস ক্লাবের ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা সহ অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের, দপ্তর সম্পাদক এইচ এম মহিউদ্দিন প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মোনাজাত পাঠ করেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাঁটা হয়েছে।
মন্তব্য করুন