কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা নগরীর বাদুরতলা, কান্দিরপাড়, টাওয়ার হাসপাতাল এবং সদর হাসপাতাল রোড এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর রবিবার এ সকল এলাকার ডাব বিক্রির দোকান, হোটেল ও ফার্মেসীতে তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন