ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

কুমিল্লা সংবাদ

কুমিল্লায় দুটি অবৈধ হাসপাতাল সিলগালা


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ সেপ্টেম্বর ০৮, ০১:২০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

কুমিল্লা জেনারেল হাসপাতালের সামনে কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার বৈধ কাগজপত্র পায়নি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালের অপারেশন থিয়েটারকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করে সিলগালা করা হয়েছে। হাসপাতালে একদিন আগেও করা হয়েছে এক প্রসূতি মায়ের অস্ত্রোপচার। নবজাতক শিশুসহ ওই মাকে আবার রাখা হয়েছে অপারেশন থিয়েটারের লাগোয়া অস্বাস্থ্যকর কেবিনে। 

স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত,মেডিকন স্পেশালাইজড হাসপাতালও  চিকিৎসা সেবা দেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সরকার অনুমদিত মূল্যের তুলনায় বেশি নেওয়ার প্রমাণও পাওয়া যায়। এই হাসপাতালের ফার্মেসির কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের সকল বিভাগসহ হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান (এমওসিএস) ডা. মো: আবদুল কাউয়ুম (এমও কোর্ডিনেটর)

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো: মেহেদী হাসান জানান, মেডিকন হাসপাতালের কোনো অনুমতিপত্র নেই। তারা অনুমতি ছাড়াই রোগী ভর্তি, পরীক্ষা অস্ত্রপচার করে যাচ্ছিল। এছাড়াও তারা সকল পরীক্ষার দামও বেশি রাখে। জরুরি বিভাগের ভেতর শুধু দুইটা বেড ছাড়া আর কিছুই নেই। এমন অনিয়মের কারণে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নানান অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


মন্তব্য করুন

আরও খবর