কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লায় আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৫৮৭ পিস শাড়ী ও ২ টি নম্বরবিহীন সিএনজিসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ ।
বৃহস্পতিবার রাতে দেবিদ্বার থানায় কর্মরত এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার থানা এলাকায় বিশেষ অভিযান, অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদ পায়, দেবিদ্বার থানাধীন সাইচাপাড়া গ্রামস্থ সাইচাপাড়া হতে কালিকাপুরগামী পাকা রাস্তার উপর দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় শাড়ীকাপড় নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার থানাধীন সাইচাপাড়া গ্রামস্থ দক্ষিন সাইচাপাড়া (কান্দাপাড়া) জনৈক মালেক মিয়ার বাড়ির সামনে সাইচাপাড়া হতে কালিকাপুরগামী পাকা রাস্তার উপর অবস্থানপূর্বক চেকপোষ্ট করাকালে ২টি সিএনজিকে থামানোর জন্য সংকেত দেয়। উক্ত সিএনজি ২টি থামলে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ সিএনজি ২ টি তল্লাশি কারে ১টি সিএনজিতে ৫ টি সাদা প্লাস্টিকের বস্তা ও অপরটিতে ৪ টি সাদা প্লাস্টিকের বস্তাসহ মোট ৯টি সাদা বস্তায় সর্বমোট ৫৮৭ পিস ভারতীয় শাড়িকাপড় ও ২ টি সিএনজিসহ মোঃ তজন মিয়া, মোঃ শাহীন, মোঃ আল আমিন, মোঃ দিদার কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ তজন মিয়া(২৫), পিতা-মোঃ জজু মিয়া, মাতা-সালেহা বেগম, ২। মোঃ শাহীন(২৪)(সিএনজি চালক), পিতা-মৃত আবু জাহের, মাতা-মৃত জোসনা বেগম, ৩। মোঃ আল আমিন(৩৫), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মোসাঃ আলেয়া বেগম, সর্ব সাং-উত্তর তেতাভূমি, পোষ্ট-হরিমঙ্গল, সর্ব থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা। ৪। মোঃ দিদার(৩২)(সিএনজি চালক), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-পিয়ারা বেগম, সাং-আনন্দপুর, পোষ্ট-হরিমঙ্গল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা।
উক্ত ঘটনায় দেবিদ্বার থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫- B রুজু করা হয়।
মন্তব্য করুন