কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সকালে কুমিল্লা নগরীর ঝাউতলা ও পুলিশ লাইন এলাকার ফার্মেসীগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ডেঙ্গু রোগীর অন্যতম পথ্য নরমাল স্যালাইন লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অতিরিক্ত দামে তা ভোক্তা সাধারণের কাছে বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনসহ ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং লুকিয়ে রাখা স্যালাইন জব্দ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন