কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় আজ সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এবং চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকার আলুর বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাইকারি বাজারের আলুর ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয় একইভাবে খুচরা বাজারে ক্রয়ের ভাউচার এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি আলুর আড়তকে ৫ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ক্রয়ের প্রমাণক সংগ্রহে রাখা, বিক্রিত মালের মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মুনাফায় বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন