কুমিল্লায় সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

কুমিল্লায় সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ১৮, ০৭:০৩ অপরাহ্ন

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক আন্তঃজেলা সিএনজি চোরচক্রের সক্রিয় ০৩ সদস্য গ্রেফতার এবং চুরাইকৃত সিএনজি উদ্ধার করেছে পুলিশ।

গত ০৫/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিকালে মামলার বাদী দুলাল মিয়া (৫০), পিতা—লাতু মিয়া, সাং—শালুকিয়া, থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লা এর  চালিত সিএনজি গাড়ী ভাড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউপিস্থ মিয়াবাজার সাকিনে মিয়াবাজার সিএনজি পাম্পের দক্ষিণ পূর্বে চাকার দোকানের সামনে সিএনজি গাড়ীটি নষ্ট হওয়ায় অবস্থান করে। এখানে ইতিপূর্বে গ্রেফতার হওয়া বিবাদী কাউছারের মাধ্যমে তথ্য পেয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্যগণ অন্য একটি সিএনজি যোগে ঘটনাস্থলে চলে আসে। বিবাদী কাউছার অভিনব কায়দায় ভাড়া ঠিক করে দেওয়ার কথা বলে বাদীর সাথে সখ্যতা গড়ে তোলে এবং বাদীর মোবাইল নম্বর নিয়ে চোর চক্রের সদস্যদেরকে দিয়ে দেয়। বিবাদী কাউছারের মধ্যস্থতায় সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী টু কুমিল্লা টাওয়ার হাসপাতালে বাদীকে ভাড়া ঠিক করে পাঠায়। সুয়াগাজী থেকে  বিবাদীরা অভিনব কায়দায় তাদের একই চক্রের একজন পুরুষ ও একজন মহিলা বাদীর চালিত সিএনজি গাড়ীতে উঠে। তারপর কুমিল্লা টাওয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করে বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানাধীন টাওয়ার হাসপাতালের পাশে রামঘাটলার পাড়ে পৌঁছায়। তখন চোর চক্রের একজন সদস্য বাদীকে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বাদীকে অচেতন করে চোর চক্রের সদস্যরা সিএনজি গাড়িটি চুরি করে নিয়ে যায়। বাদী অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন বাদীকে কুমিল্লা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই দিন পর বাদীর জ্ঞান ফিরলে বাদীকে চৌদ্দগ্রাম নিয়ে আসে। উক্ত ঘটনায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর পরই গত-১৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ঘটনার সাথে জড়িত আসামী ০১। মোঃ কাউসার ড্রাইভার (২২), পিতা-এরশাদ মিয়া, মাতা-খোরশেদা বেগম, সাং-কমলপুর (কাজলের বাড়ি), চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ০২। মোঃ আশিক (৩০), পিতা-সেলিম, মাতা-শাহানারা, সাং-পিপুলিয়া (আজমত কেরানী বাড়ি), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। উক্ত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সক্রিয় সদস্য আমান প্রকাশ ইমন নামের একজনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৭/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত ১২.০৫ ঘটিকায় চোরাই সিএনজি গাড়ীটি বিক্রি করতে যাওয়ার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভা চৌরাস্তা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার পূর্বক সিএনজি গাড়ীটি উদ্ধার করেন।

 

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় ফিরোজ মিয়ার ভাড়া বাড়িতে বসবাসরত বাবুল মিয়ার ছেলে মোঃ আমির হোসেন প্রঃ (ইমন) (৩৪) এর দেওয়া তথ্যমতে কুমিল্লা কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নোয়াপাড়া এলাকার তারা মিয়ার বাড়ী মোঃ রিয়াজ মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া (উত্তর পাড়া), ০৩ নং ওয়ার্ড ইছাপুর গ্রামের মোঃ হাবিব এর ছেলে মোঃ ফারুক (৩৬) কে গ্রেফতার করা।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড মূলে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.Net
Design & Developed by Smart Framework