ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৭ আশ্বিন ১৪৩০

কুমিল্লা সংবাদ

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


প্রকাশিত : শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ০২, ০৫:১২ অপরাহ্ন

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।

শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউপিস্থ দক্ষিণ ছপুয়া সাকিনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের ঢাকাগামী লেন সংলগ্ন ইসলামীয়া হোটেলের সামনে একটি জিএস ট্রাভেলস যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং-যশোর-ব-১১-০২২১) দাঁড়িয়ে আছে। উক্ত বাসের সুপার ভাইজার বাসের দরজা সংলগ্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার জন্য অপেক্ষা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত বাসটির সামনে পৌঁছা মাত্র ১ জন অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগ দাড়িয়ে থাকা বাসের সুপার ভাইজার এর পায়ের কাছে রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাসের সুপার ভাইজার মোঃ আল আমিন লিটন কে ২টি ট্রাভেল ব্যাগে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ আল আমিন লিটন(৪৩), পিতা-মোঃ বায়েজিদ আহম্মেদ, মাতা-মৃত শেফালী বেগম, সাং-আজুগড়া, পোঃ আজুগড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা। 

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৫,তারিখ-০২/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(গ)/৪১ রুজু হয়।


মন্তব্য করুন

আরও খবর