কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
আজ ১০সেপ্টেম্বর চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউপির আমানগন্ডা শালুকিয়া সাকিনস্থ পরিবার পরিকল্পনা হাসপাতাল সংলগ্ন পূর্ব পাশে রাস্তার উপর হতে পলাতক অজ্ঞাতনামা ২ জন আসামীদের ফেলে যাওয়া ২টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করেন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৬, তারিখ-১০/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন