কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
আজ (২৫ আগস্ট) কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স সাকিনের জোড়া বিল্ডিং গলিস্থ জনৈকা নাছিমা হকের মালিকানার নীল আকাশ ভিলার নিচ তলার ভাড়াটিয়া সালমা আক্তার এর ভাড়া বাসার উত্তর পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচ হতে তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ আসামী মোসাঃ শিউলী আক্তার, সালমা আক্তার, মোঃ নাজমুল হাসান, ইব্রাহীম হোসেন রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোসাঃ শিউলী আক্তার প্রঃ শিবি(২৯), পিতা-মোঃ রমিজ মিয়া, মাতা-ফিরোজা বেগম, স্বামী-মোঃ মহিউদ্দিন, সাং-মহিচাইল (ভূইয়া বাড়ী), থানা-চান্দিনা, বর্তমান সাং-পশ্চিম রেইসকোর্স (রেল লাইনের পূর্ব পার্শ্বে, আলমগীরের বাড়ীর ভাড়াটিয়া), ২। সালমা আক্তার প্রঃ সালমা (৩২), পিতা-মোঃ রমিজ মিয়া, মাতা-ফিরোজা বেগম, স্বামী-মোঃ নাজমুল হাসান, সাং-মহিচাইল (ভূইয়া বাড়ী), থানা-চান্দিনা, বর্তমান সাং-রেইসকোর্স (জোড়া বিল্ডিং এর গলি, হোল্ডিং নং-১৩১৪/খ, জনৈকা নাছিমা হকের মালিকীয় নীল আকাশ ভিলার নিচ তলার ভাড়াটিয়া), ৩। মোঃ নাজমুল হাসান(৩৫), পিতা-মোঃ ইকবাল মিয়া, মাতা মৃত-নাজমা আক্তার নাজু, সাং-শাসনগাছা (পূর্ব পাড়া, ঈদগাহ সংলগ্ন, বৈশের বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ৪। ইব্রাহীম হোসেন রাসেল(২২), পিতা-মোঃ মইনুল হোসেন, মাতা-মরিয়ম বেগম, সাং-বড় আলমপুর (খাঁ বাড়ী), থানা-দেবীদ্বার, বর্তমান সাং-শাসনগাছা(পূর্ব পাড়া ঈদগাহ সংলগ্ন জনৈক করিমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
আসামীদের বিরুদ্ধে এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল মাদক আইনে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন । এফআইআর নং-৭৫, তারিখ- ২৫/০৮/২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
মন্তব্য করুন