কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
এ অভিযান চালানো হয়, ১৮ সেপ্টেম্বর সোমবার ভোরে উপজেলার নাজিরপাড়ায়।
এই বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন খবরে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়ার ২টি চোরাচালান প্রতিরোধী টহলদল নাফনদীর কাছে কেওড়া বাগানের পাশে অভিযান চালায়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদল ২ ব্যক্তিকে কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায় মিয়ানমারের দিকে। পরে বিজিবি টহলদল নৌকাটি তল্লাশি করে ৫ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে ও পলাতক ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে।
মন্তব্য করুন