কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লায় শিশু ইব্রাহিম খলিল হত্যা মামলার মূল ঘাতক আল আমিন কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ ।
গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পৌরসভাস্থ পাঠানপাড়ার জেসমিন আক্তার এর ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিল খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর দুপুরে ২নং ভবানীপুর ইউপি পোমতলা সাকিনস্থ লেবু গাছের নিচে থেকে ইব্রাহিম খলিল এর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে বরুড়া থানায় এজাহার দায়ের করেন।
মামলা রুজুর পরপরই , কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তাসহ বরুড়া থানার একটি চৌকস টিম মামলার মূল আসামীকে গ্রেফতারের জন্য বরুড়া থানা সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন মূল আসামী আল আমিন (২৫)কে গত ৭ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন বাঁশতলা এলাকায় আসামীর খালার বাড়ী হতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, উক্ত আসামী পূর্ব শত্রুতার জের ধরে অত্র মামলার ভিকটিম ইব্রাহিম খলিল (৮)’কে হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
মন্তব্য করুন