ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

খেলা

বর্ষসেরা- ফুটবলার লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ০৬:৩৭ অপরাহ্ন
লিওনেল-মেসি

বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল সাইট গোল ডটকম। সেখানে ভক্তদের ভোটে নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক পেছনে ফেলেছেন আরেক ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

গোল ডটকম তাদের সাইটে জানিয়েছে, গোল ফিফটি-টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, প্রতিযোগিতায় বর্ষসেরা ৫০ জন ফুটবলারকে বেছে নিতে মোট ১ কোটি ৪০ লাখ ভোট পড়েছে। রোনালদোর চেয়ে ২৪ ভোট বেশি পেয়ে সেরা হয়েছেন মেসি। সোমবার পর্যন্ত এগিয়ে ছিলেন রোনালদো। কিন্তু শেষ দিন তাকে ছাড়িয়ে যান মেসি।


বার্সেলোনার হয়ে গত মৌসুমে  লা লিগার সেরা গোলদাতা ছিলেন লিওনেল মেসি। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা। 


মেসি ও রোনালদোর পর সেরা তালিকায় তিনে ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। চার নম্বরে আছেন লিভারপুলের মিশরীয় সুপারস্টার মোহাম্মেদ সালাহ। আর সেরা পাঁচের শেষ স্থানটি ফ্রান্স ও পিএসজি কিলিয়ান এমবাপের।

সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন (৬)হালান্ড ,(৭) বেনজেমা , (৮)কান্তে , (৯)কেভিন ডি ব্রুইনা  ও (১০)নেইমার ।

চলতি মাসের শেষে জানা যাবে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর জয়ীর নাম। এরপর ঘোষণা করা হবে ক্রমান্বয়ে উয়েফা সেরা খেলোয়াড় ও ফিফা দ্য বেস্ট পুরস্কার।


মন্তব্য করুন

আরও খবর