ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

খেলা

মধ্যরাতে আসছে বিশ্বকাপ ট্রফি, দেখতে পারবেন দর্শকরা


প্রকাশিত : রবিবার, ২০২৩ আগস্ট ০৬, ১১:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এর আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। এবার বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি আসছে। 
৬ আগস্ট দিবাগতে রাতে ট্রফিটি আসবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর তিন দিনে নানা কার্যক্রম রয়েছে ট্রফির। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে ।  
১ম দিন বিশ্বকাপ শিরোপা যাবে পদ্মা বহুমুখী সেতুতে। দেশের বিশেষ এই স্থাপনার মাওয়া প্রান্তে দুপুর ৩ টায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। পরদিন ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে ১২টা পযর্ন্ত ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে। জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে এখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা।  


মন্তব্য করুন

আরও খবর