ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

খেলা

স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ০১:১৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি

সুভাষ চন্দ্র সাহা ,৫০ বছর ধরে যে জার্সিটি সযত্নে আগলে রেখেছিলেন , এখন শোভা পাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে। স্বাধীন বাংলা ফুটবল দল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রদর্শনী ম্যাচ খেলেছিল। সুভাষ সাহার কাছে একটি জার্সিই সংগ্রহ করেছে। সেই ১৩ নম্বর জার্সিটি রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য হস্তান্তর করেন সাবেক ফুটবলার সুভাষ সাহা।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান অনস্বীকার্য। সেই দলের সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের নামে গেজেট করা হয়েছে। রোববার স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ চন্দ্র সাহার ১৩ নম্বর জার্সিটি মুক্তিযুদ্ধ জাদুঘরে শোভা পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব মো. মকবুল হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের ও মফিদুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না, ফুটবলার শেখ আশরাফ আলী, সুভাষ সাহাসহ আরো অনেকে উপস্থিত।

সুভাষ চন্দ্র সাহা বলেন, জার্সিটি এখনো সযত্নে রয়েছে, তার পেছনে আমার স্ত্রীর অবদান বেশি। দেশের জন্য খেলেছি এবং প্রচার করতে চেয়েছি, বাংলাদেশ স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা ফুটবল দলকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমরা ঢাকায় যুদ্ধ করেছি। আর তারা দেশের বাইরে আমাদের জন্য খেলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান অনেক। আমি স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা সারা যাকের বলেন, ‘আমাদের জাদুঘরের কিউরেটর বিশেষ স্থানে এটি রাখবে। যদিও সুনির্দিষ্ট স্থান এখনো ঠিক হয়নি।’ ক্রীড়া সমিতি থেকে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন স্থানে ১৬টি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে। যার মধ্যে ১২টিতে জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি তিনটি খেলায় হেরেছিল এবং একটিতে ড্র করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর