কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা নুরনগর ও কৈখালী এলাকা থেকে অস্ত্র-মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, ৩০টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকার মো. গফফার গাজীর ছেলে লিটন হোসেন (২৮), একই ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মো. রজব আলীর ছেলে আল-আমিন (২২), হাবিবপুর গ্রামের মো. রুহুল আমিন গাজীর ছেলে আমিনুর রহমান (১৯) ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মোসলেম সরদারের ছেলে আনিছুর রহমান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন