ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৮ আশ্বিন ১৪৩০

জাতীয়

এক লাখ টাকায় শিশু সন্তানকে বিক্রি, বাবাসহ ৪ জন গ্রেফতার

এক লাখ টাকায় শিশু সন্তানকে বিক্রি, বাবাসহ ৪ জন গ্রেফতার

এক লাখ টাকায় শিশু সন্তানকে বিক্রি বাবাসহ ৪ জন গ্রেফতার
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ সেপ্টেম্বর ১৯, ০৭:৫৬ অপরাহ্ন
এক লাখ টাকায় শিশু সন্তানকে বিক্রি, বাবাসহ ৪ জন গ্রেফতার

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উদ্ধার করা হয়েছে ১ লাখ টাকায় বিক্রি করা শিশু সন্তানকে। এ ঘটনায় জড়িত শিশুটির বাবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাকবুল হাসান নামের আড়াই বছরের শিশুটিকে উদ্ধার করে।

এর আগে গত রবিবার বিকেলে বিক্রি হওয়া শিশু মাকবুলের মা মাফিয়া বেগমের অভিযোগের প্রেক্ষিতে শিশুটির বাবা ছালেনুর (৩৫) ও তার সঙ্গী মনফর আলীকে (৪৫) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় শিশু মাকবুল হাসানকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী জানান, মামলা রেকর্ড করার পর ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলো: জগন্নাথপুর উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত ধারিজ মিয়ার ছেলে রমাই মিয়া (৫৫), সুনামগঞ্জ সদর উপজেলার খেজাউড়া গ্রামের মৃত রফিক আলমের মেয়ে লাকি আক্তার (৩৮)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর