কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
গাইবান্ধা শহরে ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। নিহত বিপ্লব ইসলাম (৪৮) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
এ দুর্ঘটনাটি ঘটে ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের বড় মসজিদ এলাকায়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৬ টায় মোটরসাইকেল চালিয়ে শহরের জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিলেন জেলা ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব ইসলাম। এসময় তাকে চাপা দিয়ে চলে যায় অজ্ঞাত একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব ইসলাম।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ আটকের চেষ্টা চলছে ঘাতক ট্রাকটি।
মন্তব্য করুন