ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৮ আশ্বিন ১৪৩০

জাতীয়

ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন নামে এক আইনজীবী নিহত

ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন নামে এক আইনজীবী নিহত

ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন নামে এক আইনজীবী নিহত
প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ১৮, ০১:২১ অপরাহ্ন
ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন নামে এক আইনজীবী নিহত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক আইনজীবী নিহত হয়েছে।  
খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।  
টঙ্গী পূর্ব দক্ষিণ আরিচপুরে বাড়ি আলী আকবরের ছেলে নিহত আইনজীবী ইকবাল হোসেন। ঢাকায় ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় তিনি থাকতেন।  
এ তথ্য নিশ্চিত করেন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর।  
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গতরাতে খিলক্ষেত রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরে তার কাছে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত হয় তার।  
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর আরও জানান, কেন ওই আইনজীবী খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন তা জানাতে পারেননি তার স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর