কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
ভেজাল মিষ্টি দই উৎপাদন ও বাজারজাতের অপরাধে ফেনীতে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২ আগস্ট মঙ্গলবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন, বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম), এছাড়া বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা। এ সময় ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের নেতৃত্ব অভিযান চালায়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানহীন মিষ্টি দই উৎপাদন ও বাজারজাত করছে।
এসব অপরাধে ছাগলনাইয়ার মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি, মেসার্স খন্ডল মিষ্টি মেলা ও মেসার্স মায়ের দোয়া খন্ডল মিষ্টি প্রতিষ্ঠানসমূহের প্রত্যেককে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ।
মন্তব্য করুন