কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৮ সেপ্টেম্বর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান পরিচালিত অভিযানটির নেতৃত্ব দিয়েছেন।
সেখানে উপস্থিত ছিল জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ফতুল্লা বাজারে জসিম স্টোরকে ১০ হাজার টাকা, নিউ ভাই ভাই ট্রেডার্সকে ৩ হাজার এবং জাকির স্টোরকে ৩ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।