কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
শুক্রবার ৮ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে জানা যায়নি তাদের নাম পরিচয়। ৯ সেপ্টেম্বর শনিবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
এই দুর্ঘটনার ঘটে শুক্রবার দিবাগত রাত ১২টায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ হাসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার আসিফুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে ঢাকা-মাওয়া রোডের আব্দুল্লাহপুর ব্রিজ এলাকায় রাস্তার ওপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তাদের একটি পালসার মোটরসাইকেল পড়েছিল। জানা গেছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জ হাসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার আসিফুজ্জামান জানান, ঘটনাস্থলে যিনি মারা গেছেন তার নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৫ বছর।
আব্দুল্লাহপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
মন্তব্য করুন