কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
৪ সেপ্টেম্বর সোমবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর উত্তর দৌলতদিয়ায় তার বাড়ি। সে নিহত হানিফ বেপারীর ছেলে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার এ তথ্য জানান র্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।
তিনি বলেন, র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার শফিকুল ইসলাম আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।মামলার পর থেকে তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্য করুন