সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ১৮, ০৮:০৮ অপরাহ্ন

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ও রসিদ না থাকায় ৩ আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এই অভিযান পরিচালিত হয় (১৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার আনন্দবাজারে।

এ সময় নানা অসংগতি থাকায় তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স ফজলুল হক, তামান্না বাণিজ্যিক কার্যালয়, আনোয়ারা এন্টারপ্রাইজ।

অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার আলু, পেঁয়াজ এবং ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে।  

এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় মেসার্স ফজলুল হককে ২ হাজার টাকা, রসিদ না থাকায় তামান্না বাণিজ্যিক কার্যালয়কে ৫ হাজার টাকা এবং আনোয়ারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান আরও বলেন, এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সব ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। কেউ যাতে অসাধু উদ্দেশ্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.Net
Design & Developed by Smart Framework