মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার নাংলা গ্রামে প্রানেশ্বর সরকারের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্থ প্রানেশ্বর ও পুত্রবধু ইতি রানী সরকার জানান, শনিবার রাতে ঘুমিয়ে পড়লে গবাদি পশুর ডাক চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে।
পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে গৃহের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে ঘটনার দিন গৃহে বিদ্যুৎ না থাকায় পূর্ব শত্রুতার জেরে এ অগ্নিকান্ডের ঘটনা হতে পারে বলেও জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
মন্তব্য করুন