দাউদকান্দিতে ব্যরিস্টার সুমন-মেজর অব. সুমন ফুটবল প্রীতি ম্যাচ দেখতে দর্শকের উপচে পড়া ভিড়

দাউদকান্দিতে ব্যরিস্টার সুমন-মেজর অব. সুমন ফুটবল প্রীতি ম্যাচ দেখতে দর্শকের উপচে পড়া ভিড়
প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ১৮, ০৮:৩৩ অপরাহ্ন

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যেকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়৷

আয়োজক কমিটি জানায়- স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ  সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মান সূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া৷খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন৷

খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া৷ 

উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক খোরেশদ আলম টাইগারের তত্ত্বাবধানে ও ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক ও ক্রিড়াবিদ কামরুল হাসান গরিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ৷

এ বিষয়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন- ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই বলে তিনি এ কথা বলেন।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.Net
Design & Developed by Smart Framework