কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
চন্দনাইশ উপজেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
এ সময় মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় চন্দনাইশ উপজেলার বাজার ও গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায়।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মের্সাস হাকিম স্টোর, মের্সাস খুইল্ল্যা মিয়া স্টোর, নজরুল স্টোর, আজমীর স্টোরকে সেবা পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রত্যেককে ১ হাজার করে জরিমানা করা হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ৫ হাজার টাকা জরিমানা করা হয় করায় শাহ আমিন হোটেলকে।
এসময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন