ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৮ আশ্বিন ১৪৩০

জেলা খবর

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চোরাই মোটরসাইকেলসহ আটক

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চোরাই মোটরসাইকেলসহ আটক

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চোরাই মোটরসাইকেলসহ আটক
প্রকাশিত : সোমবার, ২০২৩ আগস্ট ২১, ০৫:৪৮ অপরাহ্ন
মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চোরাই মোটরসাইকেলসহ আটক

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. অহিদুল্লাহকে (২৩) আটক করেছে র‍্যাব-৩।

অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. অহিদুল্লাহ এর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।  

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, রোববার (২০ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ডোমারচর এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে আটককৃত অহিদুল্লাহ।  

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে তার চক্রের অন্য সহযোগীদের সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা মোটরসাইকেল নিজের কাছে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন। এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানা যায়। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।  

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর