কচুয়া প্রতিনিধি:
রফিক হোসেন বয়স ৬০ বছর। পথে প্রান্তর কিংবা স্কুল-কলেজ ও বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন রফিক। পরিবার পরিজন নিয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সংসারে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রয়েছেন।
প্রায় ৩০ বছর ধরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে থাকেন তিনি। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. রফিকুল ইসলামের কথা।
জীবন সংগ্রামে নিজের স্বল্প পূজিঁ নিয়ে ব্যবসা করে আসছেন তিনি। কারো কাছে হাত না পেতে কিংবা করুনা বেচেঁ না থেকে নিজের পরিশ্রমের আয় দিয়ে চলে তার সংসার। ছেলেরা বর্তমানে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপর দিকে রফিক হোসেন জীবিকা নির্বাহের তাগিদে পাড়া-মহল্লা,হাট-বাজারে প্রতিনিয়ত দেখা যায় বাদাম বিক্রি করতে।
বাদাম বিক্রেতা মো. রফিক হোসেন জানান, দীর্ঘ ৩০ বছর ধরে আমি বাদাম বিক্রি করে আসছি। তবে এতে করে আমি যে টাকা রোজগার করি তাতেই আমার সংসার চলে যায়। বয়সের ভারে এখন আর তেমন একটা হাটা-চলা করতে পারছেন না তিনি। সকলের দোয়া কামনা করেছেন তিনি।
মন্তব্য করুন