ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৮ আশ্বিন ১৪৩০

বিনোদন

ঢাকায় গান গেয়ে দর্শক মাতালেন দর্শন রাভাল


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ সেপ্টেম্বর ১৫, ০৩:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশের কনসার্টে অংশ নিলেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাভাল।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে দর্শন রাভাল গান গেয়ে মাতান ঢাকার শ্রোতাদের।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করেন দর্শন রাভাল।

দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।

আয়োজকেরা জানিয়েছিলেন, দর্শনের আগে গান পরিবেশন করবেন দেশের তরুণ গায়ক তানভীর ইভান। সন্ধ্যা ৭টার পর মঞ্চে ওঠেন এই গায়ক। উপস্থিত দর্শকের সামনে গান পরিবেশন করেন তিনি।  

নিজের গাওয়া তেরা জিকর, বেখুদি, কামারিয়া, রঙ্গিলা তারাসহ অন্যদের জনপ্রিয় গানও পরিবেশন করেন দর্শন রাভাল ৷ পুরো সময় ধরেই তার গায়কীতে মেতেছিলেন ঢাকার দর্শকরা।

২০১৪ সালে ভারতের একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান দর্শন রাভাল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর