ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

বিনোদন

বউ আমাকে “হাবু ভাই” বলে ডাকে


প্রকাশিত : সোমবার, ২০২৩ আগস্ট ২৮, ০৩:১৯ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

চাষী আলম এত দিন ব্যাচেলর দলে থাকলেও এবার ছাদনাতলায় বসতেই হলো। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম।

শুক্রবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান শেষে কনেকে ঘরে তুলেছেন চাষী আলম অর্থাৎ মাহবুবুর রহমান চাষী । কনের নাম তুলতুল মোহনা।

২৪ আগস্ট বৃহস্পতিবার ছিল তার গায়ে হলুদ। ২৫ আগস্ট শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বসবে তার বিয়ের আসর। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন।

এবার চাষী আলম জানালেন স্ত্রীও তাকে ‘হাবু ভাই’ বলে ডাকেন। শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত। বউ আমাকে “হাবু ভাই” বলে ডাকে। ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর