কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ জয়ী হয়েছেন শ্বেতা সারদা।
২৭ আগস্ট রোববার মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে।
গতবারের বিজয়ী দিভিতা রায় শ্বেতাকে মুকুট পরিয়ে দিয়েছেন। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশগ্রহণ করবেন শ্বেতা সারদা। তিনি ভারতের চণ্ডীগড়ে বাস করেন। তার বয়স ২২ বছর।
এই বিউটি পেজেন্টে অংশগ্রহণের আগে একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন শ্বেতা। অনুষ্ঠানে ‘মিস ডিভা সুপার ন্যাশনাল-২০২৩’ এর খেতাব লাভ করেন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা। রানার আপ হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।
মন্তব্য করুন