কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
হিরো আলম এখন অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায়। এ চলচ্চিত্রটির নাম ‘আয়না’।
স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র প্রসঙ্গে হিরো আলম বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরায়। আমি এখনো অভিনয়টা শিখতে চেষ্টা করছি। একদিনে তো সম্ভব নয়, দীর্ঘদিন ধরে অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখতে হয়। এর আগে আমি কবিতা আবৃত্তির ওপর প্রশিক্ষণ নিয়েছি। উচ্চারণের সমস্যা কিছুটা অতিক্রম করেছি।
হিরো আলম সম্প্রতি ‘বাদশা দ্য কিং’ সিনেমার শুটিং শেষে করছেন।
মন্তব্য করুন