কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
সানি দেওলের ‘গদর ২’ একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। ৩য় সপ্তাহে যেখানে সিনেমাটির আয় কমার কথা, সেখানে শনিবার বেড়েছে ‘গদর ২’ এর আয়। এবার ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘গদর ২’ সিনেমাটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১৬তম দিনে ভারতের বক্স অফিসে ১৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘গদর ২’। অর্থাৎ, এখনো পর্যন্ত শুধু ভারতেই সিনেমাটির মোট আয় ৪৩৯.৯৫ কোটি রুপি।
‘কেজিএফ চ্যাপটার ২’ হিন্দি ভার্সনের মোট আয় ছিল ৪৩৪.৭০ কোটি রুপি। ফলে ‘কেজিএফ’র রেকর্ড ভেঙে দিলো ‘গদর ২’।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, ২৭ আগস্ট রোববার ‘গদর ২’-এর আয়ের অংকটা আরও বাড়বে। তাদের ধারণা, হিন্দি সিনেমার ইতিহাসের ৩ নম্বর সিনেমা হিসাবে আজই ৪৫০ কোটির গণ্ডি পার করবে ‘গদর ২’।
এই মুহূর্তে আয়ের হিসাবে ‘গদর ২’-এর আগে রয়েছে ৫০০ কোটি রুপির ক্লাবে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)।
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, অতি সহজেই ৫০০ কোটি রুপির ক্লাবের তৃতীয় সিনেমা হিসেবে নাম লেখাবে ‘গদর ২’।
২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল।
মন্তব্য করুন