ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৭ আশ্বিন ১৪৩০

সংবাদ সারাদেশ

কুড়িগ্রামে ৪০ হাজার মানুষ পানিবন্দি


প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ০৪, ০১:০৪ পূর্বাহ্ন

মুরাদুল ইসলাম মুরাদ,কুড়িগ্রাম:

গত কয়েক দিনের অভিরাম ভারী বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুরে ২টি উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬টি মৌজার তিনশত গ্রামের মধ্যে ২০টি গ্রামের ৪০ হাজার মানুষসহ বিভিন্ন চরাঞ্চলের ও নিম্নাঞ্চল পানিবন্দি হয়েছে।

অপর দিকে কৃষকের বীজতলা,শাকসবজি ও রোপা আমন ধানসহ নানান প্রকার ফসল তলিয়ে গেছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছ। পানিবন্ধি হয়েছে রৌমারী উপজেলার ফলুয়ারচর,বাইশপাড়া,কান্দাপাড়া,সুখেরচর,খেরুয়ারচর,পাখিউড়া,ধনারচরচরেরগ্রাম,গুচ্ছগ্রাম অপরদিকে রাজিবপুর উপজেলার চরশাজাই, বড়বের কোদালকাটি, শংকর মাধবপুর, কোদালকাটি, বড়চর, নাওশালা, সাজাই মন্ডলপাড়াসহ ২০টি গ্রাম।

কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর  বন্যার পানি বৃদ্ধি হওয়ায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী উপচে গিয়ে ওইসব নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে ২০টি গ্রাম। ফলে ওই এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলাচল করছে।

অপরদিকে পানিবন্দি মানুষের মাঝে সরকারি খাদ্য বিশুদ্ধ পানি সংকটে পড়েছে।


মন্তব্য করুন

আরও খবর