ঢাকা , শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৩, ৮ আশ্বিন ১৪৩০

সংবাদ সারাদেশ

পুলিশের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট


প্রকাশিত : বুধবার, ২০২৩ আগস্ট ২৩, ০৬:১৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।

২২ আগস্ট মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এসআই মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। সময় ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তার ছোট ভাই ঢাকায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। গতকাল মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপপরিদর্শক ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের ২ ভাইয়ের ছেলে, মেয়ে ভাগিনা ছিল। গভীর রাতে বারান্দা বেয়ে থেকে জনের ডাকাতদল ২য় তলার ব্যালকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়ার্ডরোব, শোকেসসহ বিভিন্ন মালামাল কাপড়চোপড় তছনছ করে।

এসআই মিজান বলেন, আমার আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।


মন্তব্য করুন

আরও খবর