ঢাকা , বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৮, ১৩ আশ্বিন ১৪৩০

সংবাদ সারাদেশ

সাহায্যের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ


প্রকাশিত : বুধবার, ২০২৩ সেপ্টেম্বর ০৬, ১২:১৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলে এক ভিক্ষুককে ইটভাটায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩ইং) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী আদালতের পরিদর্শক মোহাম্মদ রশীদ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে লেমুয়া বাজারে ভিক্ষা করছিলেন ভুক্তভোগী ওই নারী। তখন মেহেরাজ নামের এক যুবক তাকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডে নিয়ে যান। সেখানে শ্রমিকদের থাকার কক্ষে মেহেরাজ তাকে ধর্ষণ করে। এরপর সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু, রিদনসহ কয়েকজন ওই নারীকে ধর্ষণ করে। পরে তাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য মহাসড়কে নিয়ে গেলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।

সূত্র আরও জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী ও বাবুকে গ্রেপ্তার করে। তবে এ সময় মেহরাজ, রিদন এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


মন্তব্য করুন

আরও খবর