কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
লালবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে দুপুরে বাসা বাড়িতে সিঁধেল চুরি করছে একটি চক্র। এমন সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর টনক নড়েছে পুলিশের।
গতকাল রাতে রাজধানী ও এর আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) লালবাগ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি চুরি একটি মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রের খোঁজ মেলে। গ্রেপ্তারদের কাছ থেকে অভিযোগকারীর ল্যাপটপ, চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, মোবাইল উদ্ধার ছাড়াও অন্যান্য মোট ৪৮টি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চোরাই ল্যাপটপ এবং চোরাই ল্যাপটপ বেচাকেনার মোট ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন লালবাগের উপ-কমিশনার(ডিসি) মো. জাফর হোসেন।
মন্তব্য করুন