কলা গাছে সাধারণত একটি মোচা হয়। তবে বিষয়টি কম বেশি সবারই জানা। একটি কলা গাছে ৪০টি মোচা ধরেছে, তবে বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্যি।
এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামে। এই ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ছুটে যাচ্ছেন ওই গ্রামে। যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, সিয়াম নামের এক কিশোর গত (১৮ এপ্রিল) দুপুরে বানিয়াজান খালের কৃষি জমিতে কাজ করতে যায়।
এসময় জমির পাশেই একটি কলা গাছে ওই অদ্ভুত ওই মোচা দেখতে পায়। সে ফিরে এসে গ্রামের অনেককে বিষয়টি জানায়। এমনি করে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই কলাগাছটি দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই কলাগাছটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, এক কলা গাছে অসংখ্য মোচা ধরেছে এমন ঘটনা আগে দেখিনি। তবে আমি নিজেও আশ্চর্য হয়েছি।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, একটি কলা গাছে প্রায় ৪০টি মোচা ধরার ঘটনা বিরল। এমনটা অস্বাভাবিক। এখানে কুসংস্কারের কিছু নেই।
মন্তব্য করুন
মো মিজানুর রহমান মিনু:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গু’লিতে গুলিবিদ্ধ হয়ে বায়োজিত হোসেন শুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোররাত ৩টায় কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুকতা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইবারের ছেলে।
নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার জানান, গত ৮-৯ বছর আগে সে দক্ষিন আফ্রিকায় পাড়ি জমান। পরে সেখানে একটি সুপার শপের ব্যবসা শুরু করেন।
গত রবিবার রাত ৯টায় দোকানে ক্যাশে বসা অবস্থায় (আফ্রিকান সময়) সন্ত্রাসীরা বায়োজিত আহমেদ শুকতার উপর ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেয়া হলে টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
সারাদেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত
হয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা
হয়েছে। চোখের পানি ছেড়ে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে ফেনী আল জামেয়াতুল
ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক
হাজার মানুষ অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি
আবদুল হান্নান।
নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে
বক্তব্য রাখেন বক্তারা। নামাজ শেষে অনাবৃষ্টি
এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময়
মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী ও ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা লিটন ঘোষ এর মমতাময়ী মাতা স্বর্গীয় মীরা রাণী ঘোষ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলবেলা নগরীর রাণীর বাজারস্থি শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী গীতা শিক্ষালয় এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও ত্রিশূল গীতা শিক্ষালয় এর কর্ণধার আশীষ কুমার দাশ এর সঞ্চালনায় অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য, মহেশ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক শ্যামল কৃষ্ণ সাহা। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু ও প্রচার সম্পাদক রিংকু ঘোষ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার ও এডভোকেট সনজীবন পাল এবং ত্রিশূল গীতা শিক্ষালয় এর সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক সহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের প্রায় তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এতে স্বর্গীয়া মীরা রাণী ঘোষের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ, গীতা পাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন শেষে উপস্থিত সকলের মাঝে পুষ্প পলাউ, দধি ও মিষ্টিসহ বিভিন্ন মুখরোচক খাবার বিতরণ করা হয়। সবশেষে কুমিল্লা মহেশ চ্যারিটেবল ট্রাস্টের নবনিযুক্ত ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহাকে ফুলেল শুভেচছা জানান ত্রিশূল গীতা শিক্ষালয় নেতৃবৃন্দ।
উল্লেখ যে, ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা লিটন ঘোষ এর মমতাময়ী মাতা স্বর্গীয় মীরা রাণী ঘোষ (৮৪) বার্ধক্যজনিত কারণে গেলো ৯ এপ্রিল বুধবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র-এক কন্যা, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মন্তব্য করুন
কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন
প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় দুটি হাতি উদ্ধার করে দেওয়া হয়েছে কোতোয়ালি থানায়। আটক হওয়া দুজনকে পুলিশের
কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা
উপজেলার মৌলভীবাজার এলাকার মো: ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো: মাহিনুল ইসলাম জানান, আটক দুজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদের নিজ এলাকায়
ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মতো কোনো পরিবেশ
নেই। তাই তাদের হাতি দুটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
জানা
যায়, আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুটি হাতি ও দুই
মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী।
মন্তব্য করুন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডাক্তার ব্যার্ণাজী সুলতানাসহ অন্যরা।
সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নয় হাজার ৯৪২টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
মন্তব্য করুন
কুমিল্লায় দৃষ্টান্ত
ফাউন্ডেশন,
কুমিল্লা
ও
ক্যাট’স
হোম
বিড়ালের
বাড়ি
এর
আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে “প্রানী প্রেমীদের
মিলন
মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
দুপুরে
নগরীর
কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে
অনুষ্ঠানে
প্রধান
অতিথি
ছিলেন,
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও
Cat's Home বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন,
জেলা সমাজ
সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর
রহমান খান,
সংরাইশ সরকারি
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কুমিল্লা জেলার
যুগ্ম সাধারন
সম্পাদক আরিফ
জামান কুমিল্লা উত্তর জেলা মহিলা
দলের সভাপতি
সুফিয়া বেগম,
আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর
ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ রেহান উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি
কাজী এনামুল
হক ফারুক,
সাধারন সম্পাদক
জাহিদ হাসান,
সাংগঠনিক সম্পাদক
ইমতিয়াজ আহমেদ
জিতু।
বক্তব্য রাখেন, নুসরাত জাহান শিবলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন, ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ
ইসমাইল আহমেদ,
ভেট মনিরুল
ইসলাম খান,
দেবীদ্বার উপজেলা
প্রেসক্লাবের সভাপতি
সৈয়দ খলিলুর
রহমান বাবুলসহ আরো অনেকে।
সমাজ সেবায় অবদান রাখায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ কামাল উদ্দিন, এসএএস ইনস্টিটিউট যুক্তরাজ্যের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট সরকার
রেজাউল ইসলাম
শিমুল, আমার মা
আমার পৃথিবীর স্বত্বাধিকারী রোটাঃ
আবদুল্লাহীল বাকী,
রোটাঃ রফিকুল ইসলাম
রকি, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর সভাপতি আবদুল
কুদ্দুস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার
মোখলেছুর রহমান,
ডাক্তার শেখ
মোঃ শাহজালাল, মেসার্স চৌধুরী কর্পোরেশনের স্বত্বাধিকারী মুন
চৌধুরী, বিজয়
টিভির দেবীদ্বার প্রতিনিধি ডাক্তার মোঃ
এনামুল হক,
প্রবাসী শাফায়েতুল ইসলাম
আজিজকে সম্মাননা প্রদান, অসহায় প্রানী উদ্ধারে
ভূমিকা রাখা
প্রাণী উদ্ধারে
ভূমিকার জন্য
লাকী রহমান, শায়লা শিলা
ও প্রানী
চিকিৎসায় অবদান
রাখায় ভেট
মারুফ হাসান
ইমরানকে বিশেষ
সম্মাননা প্রদান,
প্রানী ভিত্তিক
সংবাদের জন্য
মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,
কুমিল্লা ২৪
টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন
মিঠু, দৈনিক
আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ,
বাংলা টিভির
কুমিল্লা প্রতিনিধি মোঃ
আরিফুর রহমান
মজুমদার, জাগরনী টিভির
কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান
আশিক, চেতনা
৭১ এর
সম্পাদক ও
দৈনিক সংবাদ
প্রতিদিন কুমিল্লা জেলা
প্রতিনিধি মাইনুল হক
ও কুমিল্লা নিউজ
এর সম্পাদক জহিরুল হক
বাবুকে বিশেষ
সম্মাননা প্রদান করা
হয়।
এছাড়া মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার
নতুন প্রতিষ্ঠান আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর সহযোগিতায় বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওয়ায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায়
আক্রান্ত
হওয়া
অসহায়
প্রাণীদের
উদ্ধার
কাজের
জন্য
একটা
টিম
গঠনে
বিত্তবানরদের
এগিয়ে
আসার
আহবান
জানান।
মন্তব্য করুন
আবহাওয়া অফিস দেশের পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এতে হতে পারে ভূমি ধস।
এছাড়া উপকূলে ঝড়ের আশঙ্কা থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তোলা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে আবহাওয়া অফিস এমন সতর্কতা দিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানায়, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৩১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
তীব্র গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী পথচারী
মানুষের পাশে দাঁড়ালেন রোটারি ক্লাব অব রেনেসাঁস, কুমিল্লা।
বুধবার (১ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ
মোড়ে ঠান্ডা পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ডিস্ট্রিক কো-অর্ডিনেটর,
আরআইডি ৬৫,বাংলাদেশ রোটারিয়ান ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, রোটা. লুৎফুল বারি চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব
অব রেনেসাঁস কুমিল্লার চাটার প্রেসিডেন্ট, চাটার সেক্রেটারি, প্রেসিডেন্ট ইলেক্ট, চাটার
ট্রেজারার সহ ক্লাবের প্রায় সকল রোটারিয়ান।
উক্ত প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন,
রোটা. আনোয়ার হোসেন।
মন্তব্য করুন
কুমিল্লার মনোহরগঞ্জে
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জনকে কুপিয়ে
জখম করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর)
রাতে উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা
মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ অক্টোবর)
সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত তরুণের নাম বাবুল
মিয়া (২৭)। তিনি সাতেশ্বর গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। বাবুলের
আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা
গেছে, রবিবার বেলা ১১টায় সাতেশ্বর গ্রামের নড়াই বাড়ির পাশ দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন
একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিমন হৃদয়। দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে যাওয়ায় ওই
বাড়ির শিশুদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাড়ির বাসিন্দাসহ স্থানীয় লোকজনের সঙ্গে
অটোরিকশাচালকের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে হৃদয় ফেরার সময় বিষয়টি নিয়ে ওই বাড়ির
লোকজনের সঙ্গে আবার ঝামেলা হয়। ঘটনাটি সমাধানের জন্য সন্ধ্যার পর সাতেশ্বর পূর্বপাড়ার
একটি দোকানের সামনে সালিশ বৈঠক বসে।
এ সময় ইউনিয়ন যুবদলের
সভাপতি দেলোয়ার হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল
মতিন, ওয়ার্ড যুবদলের সভাপতি এমরান হোসেনসহ গ্রামের গণ্যমান্যরা দুই পক্ষকে মিলিয়ে
দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অটোরিকশাচালক হৃদয়সহ তার পক্ষে থাকা সুমন, রুবেল, অন্তর,
রিপন, আবদুল্লাহসহ বেশ কয়েকজন এ সিদ্ধান্ত মেনে নেননি।
তারা অপর পক্ষের ওপর
হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বাবুলসহ স্থানীয় লোকজন তাদের থামাতে
গেলে হৃদয়সহ তার লোকজন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় বাবুলের পায়ে, পিঠে
ও হাতে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে দ্রুত তাকে উদ্ধার
করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি
হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত দুলাল মিয়া, আবদুল মান্নান, মনির
হোসেন, যুবদল নেতা এমরান হোসেনসহ পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনার পর রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাচালক হৃদয়সহ তার সঙ্গে থাকা ব্যক্তিদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এতে ১০ জনের নাম ও অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার মূল আসামি ও বাবুলকে ছুরিকাঘাত করা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
মৃত্যুর ১৫ বছর পর কবরে মিললো অক্ষত
মরদেহ। চারপাশে চিকচিক করছিল বালু। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে রংপুর মহানগরীর নব্দীগঞ্জ গোদা-শিমলা এলাকায় এ ঘটনাটি
ঘটেছে। বিরল এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে
রংপুর মহানগরীর নব্দীগঞ্জ গোদা-শিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ চলছিল।
এ কারণে সেখান থেকে কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুইদিনে ৪টি কবর স্থানান্তরের
পর আরেকটি কবর খুড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল, অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়
দিয়ে মোড়ানো আছে লাশ।
স্বজন ও স্থানীয়রা জানান, ২০১০ সালে
সেখানে কবরস্থ করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। ১৫ বছর আগের সেই পুরোনো কবরটি স্থানান্তর
করতে গিয়ে এ ঘটনায় অবাক তারা। দ্বিতীয়বার স্বচোক্ষে অবিকল অভিভাবককে দেখতে পারায় অবাক
মরহুমের স্বজনসহ পুরো গ্রামবাসী।
জানা গেছে, ১০৫ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ
অবস্থায় নিজ বাড়িতে মারা যান আব্দুস সামাদ। ছিলেন কৃষিকাজের সাথে যুক্ত। তিনি আট ছেলে
ও চার কন্যাসন্তানের জনক। এরমধ্যে তার দুই ছেলে ও এক মেয়ে মারা গেছেন।
আব্দুস সামাদের ছেলে জানান, আমার বাবা
যেদিন মারা যান, সেদিন বাড়ির পাশের পুকুরে একাই তিনি গোসল করেন। এরপর তিনি পুকুর থেকে
উঠে এসে চেয়ারে বসলে ওই অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ধার্মিক মানুষ ছিলেন। কবর থেকে
মরদেহ উত্তোলনের পর তাকে পাশে অন্যদের সাথে দাফন করা হয়। তার শরীরের সবকিছুই স্বাভাবিক
মনে হয়েছে। শুধু শরীরের চামড়াটা শুকিয়ে গেছে।
আব্দুস সামাদের আরেক ছেলে জানালেন,
তার বাবার শরীরের কোথাও কোনো পচন ধরেনি। এমনকি কাফনের কাপড়ও নষ্ট হয়নি। তাকে কোনো কিছুই
স্পর্শ করেনি। হজের ইহরামের কাপড় দিয়ে তাকে কবরস্থ করা হয়েছিল। যেভাবে তাকে কিবলামুখী
করে রেখেছিলাম সেভাবেই কবরে ছিল। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বান্দার প্রতি তার রহমত
ছাড়া আর কিছুই নয়।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে আমরা তাকে
কবরস্থ করার সময় যেভাবে দাফন করেছিলাম। সেদিন ওই অবস্থায় তার লাশ কবর থেকে উত্তোলন
করা হয়। আশ্চর্যজনক হলেও সত্য লাশের হাত-পায়ের সামান্যতম পরিবর্তন হয়নি।
ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনম হাদিউজ্জামান জানান, এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়, যারা
দুনিয়াতে সবকিছু ভুলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন তাদেরকে কবরে সুসংবাদ দেওয়া হয়।
কবর পোকা-মাকড়ের ঘর হলেও তাদের কোনো কিছুই স্পর্শ করে না। শুধু তাই নয় ইসলামের পথে
থাকা ওইসব ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের। আল্লাহ ওই ব্যক্তিকে তার ভালো কাজের
জন্য পুরস্কার হিসেবে এটা দিয়েছেন। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ ঘোষণা দিয়েছেন
যারা আল্লাহর হয়ে যান, আল্লাহ তার হয়ে যান।
মন্তব্য করুন