

অস্ট্রেলিয়ার
অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় রাস্তার পাশে খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে হাতেনাতে
ধরা পড়েছেন এক ভারতীয় যুবক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে
পড়তেই রীতিমতো হইচই পড়ে গেছে।
এনডিটিভির
এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাডিলেডের স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার নামে
এক ব্যক্তি ওই ভারতীয় যুবককে একটি বাড়ির সামনে খোলা জায়গায় প্যান্ট খুলে মলত্যাগ
করতে বসা অবস্থায় ধরে ফেলেন।
ফেসবুকে
শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নাটকীয় সেই মুহূর্তে কার্টারকে ওই যুবককে উদ্দেশ্য
করে বলতে শোনা যায়, "ভাই, আপনি কী করছেন? আপনি কী করছেন?" যুবকটি দ্রুত
প্যান্ট তুলতে তুলতে উত্তর দেন, "আপনি কী বলছেন?" এরপর কার্টার উত্তেজিত
হয়ে বলেন, "আপনি কী করছেন? এটা অস্ট্রেলিয়া। খোলা জায়গায় পায়খানা করবেন না।"
জবাবে
ভারতীয় যুবক নিজেকে বাঁচাতে প্রথমে দাবি করেন যে তিনি 'শুধু প্রস্রাব করছেন'। তবে
কার্টার তখন উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, "খোলা জায়গায় প্রস্রাব? আপনার
সমস্যাটা কী? আপনি এখানে বসেছেন। আপনি কি এভাবে প্রস্রাব করেন?" এরপর কার্টার
উত্তেজিত হয়ে ভারতীয় যুবককে 'কুকুর' বলে ধমক দেন এবং তাঁর পায়ের কাছে মাটি ছুড়ে
মারেন। পরে কার্টার পুরো ঘটনার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন,
"এটা (প্রকাশ্যে মলত্যাগ) কি স্বাভাবিক?"
ভিডিওটি
দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী
ক্ষোভ প্রকাশ করেন। মন্তব্যে একজন লেখেন, "ওকে এই কাজ করার জন্য তাঁর দেশে ফেরত
পাঠাও।" আরেকজন মন্তব্য করেন, "রাস্তায় একটা ঝোপও খুঁজে পায়নি সে। বিরক্তিকর।"
কেউ কেউ এটিকে 'বছরের সেরা ভিডিও' বলেও আখ্যা দেন। একজন সমালোচক লেখেন, "এই লোকগুলো
চরম নোংরা, কোনো সম্মান নেই, তারপরও সম্মান চায়। এমন কর্মকাণ্ড তাদের জন্য কোনো সম্মান
বয়ে আনবে না।"
অস্ট্রেলিয়ার
বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য
অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া
জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা
লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই
কাউকে গ্রেফতার করা যাবে না।
রবিবার (১ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত
করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার (৪ সেপ্টেম্বর)
থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।
এর আগে পুলিশ সদর দফতর থেকে কোনো ব্যক্তির
কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা
দিতে বলা হয়েছিল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আগেই
ঘোষণা দেয়া হয়েছিল।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের
খবরে দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানায় সংরক্ষিত বিপুল
পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর
অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যাটা
খুবই নগণ্য। বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা
হবে বলে এরই মধ্যে একাধিকবার জানিয়ে আসছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন


এরমধ্যে ২০টি ফ্লাইট
সরাসরি জেদ্দায় যাবে, দুটি ফ্লাইট যাবে মদিনা।
বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন জানান, ১৪ মে
ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে
বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে। প্রথম ফ্লাইটে
৪১৯ জন যাত্রী মদিনা যাবেন।
এই
বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে
সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮
হাজার ৮৯৫ জন।
এর
আগে ৯ মে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। ঢাকা থেকে এদিন হজযাত্রীদের
নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী
ফ্লাইটগুলো ছাড়া হবে।
চাঁদ
দেখা সাপেক্ষে ১৬ জুন পালিত হতে পারে হজ। প্রতিবছর সাধারণত একমাস আগে থেকে শুরু হয়
হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে
ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) দাম কমানোর এ ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বলেছেন সংস্থাটি।
একইসঙ্গে আজকে অটোগ্যাসের দামও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে (মূসকসহ) ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি আরও জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (ঈড়হঃৎধপঃ চৎরপব) যথাক্রমে প্রতি মেট্রিক টনে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড়ে ৪৮২ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন হিসেবে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।
মন্তব্য করুন


বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম আর দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন এখনও বলিউডে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে নিকের সঙ্গে তার প্রেমের শুরুটা ঠিক কীভাবে—সে প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে।
অবশেষে সেই কৌতূহলের জবাব দিলেন খোদ প্রিয়াঙ্কা নিজেই।
সম্প্রতি জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠেই কপিল শর্মারের ফিটনেস দেখে বিস্ময় প্রকাশ করেন প্রিয়াঙ্কা। মজা করে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতটা ফিট হলে কীভাবে?’ কপিলও সুযোগ হাতছাড়া করেননি। রসিকতার সুরে তিনি জানান, চারজন নায়িকার সঙ্গে সিনেমায় অভিনয় করাই নাকি তার ফিটনেসের রহস্য।
আড্ডার এক পর্যায়ে কপিল সরাসরি প্রশ্ন করেন—নিক জোনাসের সঙ্গে প্রথম যোগাযোগটা কীভাবে হয়েছিল? দর্শকদের দীর্ঘদিনের এই কৌতূহল উসকে দিয়ে কপিল মজা করে বলেন, ‘আপনি কি পায়রা পাঠিয়ে নিককে প্রেমের চিঠি পাঠিয়েছিলেন?’
প্রিয়াঙ্কা হেসে উত্তর দেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেই (বর্তমান এক্স) তাদের প্রেমের সূত্রপাত—এ কথাই স্পষ্ট করে দেন তিনি।
প্রিয়াঙ্কার এই উত্তর শুনে কপিল নিজের ভাগ্য নিয়ে রসিকতা করতে ভুললেন না। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না—উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’
মন্তব্য করুন


ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ। আজ শনিবার বিকেল ৪টা থেকে এ
আন্দোলন শুরু হয়েছে।
শহীদ শরিফ ওসমান হাদির
জানজা শেষ করে মিছিল
নিয়ে ছাত্র-জনতা শাহবাগে আসতে
শুরু করে। এ সময়
তাদের নানা ধরনের স্লোগান
দিতে দেখা গেছে।
এর আগে জাতীয় কবি
কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শহীদ শরিফ ওসমান
হাদিকে দাফন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে
জাতীয় কবির পাশে তাকে
সমাহিত করা হয়।
তারও আগে জাতীয় সংসদ
ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। আজ দুপুর
২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত
জানাজায় সারা দেশ থেকে
বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিত হন।
হাদির জানাজার নামাজ পড়ান তার বড়
ভাই আবু বকর সিদ্দিক।
এ সময় পুরো এলাকায়
শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজা শেষে শহীদ ওসমান
হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয়
মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয়
দাফনের উদ্দেশে।
মন্তব্য করুন


তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ
এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ। সেই স্মৃতি জাতির সামনে তুলে ধরা আমাদের কর্তব্য।
আমরা চেষ্টা করছি তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে। জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র
করে বই প্রকাশ ও চলচ্চিত্র নির্মাণে সরকারি পর্যায়ে বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রামাণ্যচিত্র,
বিশ্লেষণধর্মী প্রকাশনা ও সৃজনশীল কাজ চলছে।
আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র
ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত প্রকাশনা উৎসব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোড়ক
উন্মোচনের পর উপদেষ্টা প্রকাশনা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সরকারি
সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় মানসম্পন্ন প্রকাশনা ও চলচ্চিত্র নির্মাণ
সম্ভব হবে-আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে জুলাই
গণ-অভ্যুত্থান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে জীবন্ত
হয়ে উঠবে।
তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ডিএফপির নিজস্ব বাজেট এবং চলতি অর্থবছরের বিশেষ
বরাদ্দ থেকে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র নির্মাণ ও গবেষণাধর্মী বই প্রকাশের
কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ‘গ্রাফিতিতে বাংলাদেশ’শীর্ষক
বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে এবং আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের কাজ চলছে। এখন পর্যন্ত
প্রকাশিত বইগুলো মূলত বর্ণনামূলক হলেও এবার আমরা বিষয়গুলো বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন
করব। গত এক বছরের অগ্রগতি, স্বপ্ন পূরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনামূলক প্রকাশনা
আনা হবে। পিআইবি, পিআইডি, বিটিভি, বাংলাদেশ বেতারসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জুলাই গণ-অভ্যুত্থানের
ইতিহাস সংগ্রহ, ডকুমেন্টেশন ও প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি, বেসরকারি উদ্যোগেও
এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।
ডিএফপি
মহাপরিচালক খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের
সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের
মহাপরিচালক ফায়জুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক
মো. আবদুল জলিল এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
মন্তব্য করুন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী।
আজ
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ ছাড়াও তিনি বলেন, ইমামদের জনবান্ধব হতে হবে। বাস্তবভিত্তিক ওয়াজ-নসিহত করতে হবে, যাতে মানুষ সচেতন হয়। ‘মব’ তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়ংকর, তা মসজিদে আলোচনা করা দরকার। মসজিদভিত্তিক শিক্ষাকেও নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। যেসব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখিয়ে অথবা স্কুল ও মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছেন—এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ধর্ম
উপদেষ্টা আরও বলেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, অপরাধের এত প্রবণতা পৃথিবীর আর কোনো দেশে নেই। সমাজে অপরাধ রোধে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা চর্চার বিকল্প নেই। যদি সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়, তাহলে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
তিনি জানান, সব জায়গা জবাবদিহির আওতায় আনা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।
মন্তব্য করুন


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে
দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।
অন্যদিকে ডিজএফআই’র বর্তমান ডিজি মেজর
জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা
হয়েছে।
আজ সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়।
২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর
জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক-এর জিওসির দায়িত্ব দেওয়া
হয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমান উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাঁকানো বলের আঘাতে মাথায় চোঁট পেয়েছেন । সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর আজ দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন মোস্তাফিজ। তারই পাশের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফোর্ড। ক্যারিবীয় এই ক্রিকেটারের হাঁকানো একটি বল এসে আঘাত করে টাইগার পেসারের মাথায়। এতেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। এসময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়।
আঘাত পাওয়ার পর শুরুতে দলের ফিজিও দেন চিকিৎসকরা। পরিস্থিতিতির গুরুত্ব বুঝে মাঠের ভেতর অ্যাম্বুলেন্স এনে দ্রুত তাকে ইম্পেরিয়াল হাসাতাপালে পাঠানো হয়।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমকে বলেন, দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।
মোস্তাফিজের অবস্থা নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। তবে জানা গেছে, আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এই পেসারকে। হাসপাতালে নিয়ে করা হচ্ছে স্ক্যান। মূলত স্ক্যান রিপোর্টের উপরই বোঝা যাবে তার অবস্থা।
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
মন্তব্য করুন


সারাদেশে মাঝারি ধরনের কুয়াশা পড়বে শেষ রাত থেকে। এছাড়া প্রশমিত হবে শৈত্য প্রবাহ।
রোববার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন