

মাঠে উত্তেজনার ছোঁয়া ছড়াচ্ছে। আজ বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হচ্ছে এক জোরালো ক্রীড়া দ্বৈরথে, যা ক্রীড়াপ্রেমীদের জন্য বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ দল সব প্রস্তুতি সম্পন্ন করেছে, মাঠে জোরালো এবং মনোবল উজ্জ্বল। ভারতও পিছিয়ে নেই; তাদের অভিজ্ঞ দল কৌশলগতভাবে খেলায় এগিয়ে থাকার পরিকল্পনা করছে। দুই দলের ভক্তরা ইতোমধ্যেই উত্তেজনায় ফেটে পড়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসাহ প্রদর্শন করছেন।
বিশেষজ্ঞরা আশা করছেন, ম্যাচটি হবে দৌড়-প্রতিযোগিতা, দ্রুত পয়েন্ট, এবং খেলার প্রতিটি মুহূর্ত দর্শকদের জন্য মনোমুগ্ধকর হবে। মাঠে উত্তেজনা ছড়ানো ম্যাচটি কেবল দুই দলের মধ্যকার লড়াই নয়, এটি দুই দেশের ক্রীড়াপ্রেমীদের জন্যও বড় উদ্দীপনার মুহূর্ত।
বাংলাদেশ-ভারত মুখোমুখি এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ এক অভিজ্ঞতা উপহার দেবে, যেখানে দর্শকরা প্রত্যাশা করছেন প্রতিটি শট এবং সিদ্ধান্তে নতুন রোমাঞ্চ।
মন্তব্য করুন


ধর্মীয় ও রাজনৈতিক মহলে চলমান বিতর্কের মধ্যেই আইপিএল ২০২৬ মৌসুমকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনায় আসন্ন আইপিএল আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শনিবার ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআইয়ের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় কেকেআর।
ক্রিকইনফো জানায়, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বোর্ড দলগুলোর ওপর কিছু নীতিগত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যার অংশ হিসেবেই মুস্তাফিজকে ছাড়ার বিষয়টি সামনে আসে।
এর আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে।”
সাইকিয়া আরও জানান, কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে পারবে এবং সে ক্ষেত্রে বোর্ড প্রয়োজনীয় অনুমতি দেবে।
উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের সময় তাকে নিয়ে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত বড় অঙ্কের দর হাঁকিয়ে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর।
নিলামের পর মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই আনন্দ রূপ নিল অনিশ্চয়তায়।
মন্তব্য করুন


চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমান উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাঁকানো বলের আঘাতে মাথায় চোঁট পেয়েছেন । সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর আজ দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন মোস্তাফিজ। তারই পাশের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফোর্ড। ক্যারিবীয় এই ক্রিকেটারের হাঁকানো একটি বল এসে আঘাত করে টাইগার পেসারের মাথায়। এতেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। এসময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়।
আঘাত পাওয়ার পর শুরুতে দলের ফিজিও দেন চিকিৎসকরা। পরিস্থিতিতির গুরুত্ব বুঝে মাঠের ভেতর অ্যাম্বুলেন্স এনে দ্রুত তাকে ইম্পেরিয়াল হাসাতাপালে পাঠানো হয়।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমকে বলেন, দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।
মোস্তাফিজের অবস্থা নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। তবে জানা গেছে, আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এই পেসারকে। হাসপাতালে নিয়ে করা হচ্ছে স্ক্যান। মূলত স্ক্যান রিপোর্টের উপরই বোঝা যাবে তার অবস্থা।
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
মন্তব্য করুন


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় (৩১ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় দলের কোচ পিটার বাটলার।
এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওয়ানা দিয়ে তিন ঘন্টা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সন্ধ্যায় বাফুফে ভবনে এসে উপস্থিত হন সাবিনা, মনিকা, রুপনারা। তার আগেই অবশ্য সেখানে সাবিনাদের জন্য অপেক্ষায় ছিলেন ক্রীড়া উপদেষ্টা।
পরে বাফুফে ভবনের তিন তলায় কনফারেন্স রুমে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি। আমরা বিশেষভাবে নারী দলকে পুরো জাতি ও একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। নেপালের মাটিতে স্বাগতিক সমর্থকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যেভাবে জয় ছিনিয়ে এনেছে তার জন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। শুধু নারী ফুটবল নয়, ক্রিকেটেও এই সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে বিসিবির সাথে কথা হয়েছে। বাফুফের সাথে আলোচনা হবে। অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে।
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ।
মন্তব্য করুন


বিপিএলের দ্বাদশ আসরে এবার প্রথমবারের মতো খেলা খেলতে নামছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি ইতিমধ্যেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করে। পোস্টে লেখা ছিল, “ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!”
জিয়াউল হক পলাশ ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে, নোয়াখালী এক্সপ্রেস তাদের দলে ইতোমধ্যেই কয়েকজন স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। এর মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।
নিলামের মাধ্যমে দলটি আরও বেশ কিছু ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে। তাদের মধ্যে আছে: জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) এবং হায়দার আলী (২৫ হাজার ডলার)।
দলের প্রস্তুতি এখনো চলমান, এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন


এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল আজ। গুরুত্বপূর্ণ এই ফাইনালে এশিয়ার এই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত – পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ কম। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তানই।
তবে এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। তারা এশিয়া কাপের এবারের আসরে টানা ৬ ম্যাচে দাপুটে জয় পেয়েছে। অন্যদিকে বাদ পরার শঙ্কা নিয়েই ফাইনাল পর্যন্ত এসেছে পাকিস্তান।
ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। মানে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দলই আজ ফাইনালে ভারতের বিপক্ষে খেলাতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
আজ ফাইনালে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। তিনে খেলতে পারেন সাইম আইয়ুব।
পাকিস্তানের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে আছেন হারিস রউফ, ফাহিম আশরাফ ও হুসাইন তালাত। স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
মন্তব্য করুন


কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা। আগে ব্যাট করে
লড়াই করার মতো পুঁজি
পেয়েছে বিজয়বাহিনী। আসরের
শুরুটা ভালোই ছিল খুলনা টাইগার্সের।
কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি
খুলনা টাইগার্স।
২০২৪
বিপিএলের ৩২তম ম্যাচে আজ
৮ উইকেট হারিয়ে কুমিল্লার সামনে ১৬৫ রানের লক্ষ্য
ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স। সর্বোচ্চ ৩৬ রান করেছেন
দলটির ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটার
এভিন লুইস। শেষদিকে ১১ বলে ২০
রানের ঝোড়ো ইনিংস খেলেছেন
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।
চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস আগে ব্যাট
করতে নামে খুলনা। ২
ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ
হোসেন মিলে ৩২ রানের
জুটি গড়েন। হেলস ১৭ বলে
২২ রান করে বিদায়
নেন। তুলনায় আফিফ রান তোলেন
ধীরে। ৩৩ বলে ২৯
রানের ইনিংস খেলেন তিনি। হেলস বোল্ড হয়ে
ফেরেন ম্যাথু ফোর্ডের বলে। তারপর
অধিনায়ক এনামুল হক বিজয় ১৩
বলে ১৮ রান করে
মোস্তাফিজুর রহমানের বলে বিদায় নেন।
আর আফিফ ফেরেন তরুণ
স্পিনার আলিস ইসলামের ঘূর্ণিতে
পরাস্ত হয়ে। দলীয় ৭৩
রানে ৩ উইকেট হারালেও
বিপদে পড়েনি খুলনা। কারণ হাল ধরেন
লুইস ও জয়। ২জনের
জুটিতে আসে ৫৭ রান।
ফেরেন ১৯ বলে ২৮
রান করে।
মন্তব্য করুন


শেষের দুই ওভারে কিছুটা রান দিলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে উইকেটহীন ছিলেন তিনি, ৪ ওভারে দেন ৪০ রান। কিন্তু সেই ম্যাচেই সাতটি ডট বল ফেলে গড়েছেন নতুন রেকর্ড—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন এই কাটার মাস্টার।
বাংলাদেশের এই বামহাতি পেসার এখন পর্যন্ত ১,১৪২টি ডট বল করেছেন ১২০ ইনিংসে, যা তাঁর বলের ৪৩.৬৫ শতাংশ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১,১৩৮)।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) এবং আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)।
যদিও রশিদ খান এই তালিকায় সবচেয়ে কম ইকোনমির বোলার (৬.১২), পাশাপাশি তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও—১৭৯ উইকেট নিয়ে। মোস্তাফিজের সংগ্রহ ১৫২ উইকেট, ইকোনমি রেট ৭.৩২।
তালিকার বাইরে থাকলেও বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও আছেন কাছাকাছি। তিনি ৮৩৮টি ডট বল করে রয়েছেন ১১ নম্বরে, যার ডট রেট ৪৭.৭৪ শতাংশ—এই ফরম্যাটে দারুণ দক্ষতার প্রমাণ।
বোলিংয়ে মোস্তাফিজ হয়তো আগের মতো ধারাবাহিকভাবে ‘কাটার ম্যাজিক’ দেখাতে পারছেন না, কিন্তু ‘ডট বলের রাজা’ হিসেবে যে তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা, তা এই রেকর্ডে আরও একবার প্রমাণিত হলো।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
লক্ষ্মীপুরকে ৩-০ গোলে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয়
কমিশনার গোল্ডকাপে কুমিল্লা ভ্যানুর (জোন) ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা।
সোমবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাথে মুখোমুখি হবে।
শনিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাগতিক কুমিল্লা ৩-০গোলে লক্ষ্মীপুরকে হারায়। শুরু থেকেই আক্রমনাত্মক খেলে কুমিল্লা দল। দলের মেহেদী ২ ও আরিফ ১ গোল দিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয়।
ফাইনালে কুমিল্লা দল ভালো করবে এমনটাই আশাবাদ
ব্যক্ত করেন দলের কোচ জামাল হোসেন ও সহকারি কোচ শাহীন। সংক্ষিপ্ত সময়ের
প্রস্তুতিতে কুমিল্লা দল প্রত্যাশা অনুযায়ী ভালো করায় খেলোয়ার ও ক্রীড়ামোদীদের
প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের জন্য দোয়া প্রার্থনা করেন তারা।
মন্তব্য করুন


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি।
এ সময় সাবেক অধিনায়ক সাকিব আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ
সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে
আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’
মন্তব্য করুন


৮৫
বছর বয়সে চলে গেলেন আর্জেন্টিনাকে ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতানো
ক্যারিশম্যাটিক কোচ সেজার লুইস মেনোত্তি।
এক্স
হ্যান্ডেলে মেনোত্তির মৃত্যুর খবর জানিয়ে এএফএ লিখেছে, আর্জেন্টিনা
ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার
বিশ্বকাপজয়ী কোচ লুইস সিজার মেনোত্তির মৃত্যুর খবর জানাচ্ছে। বিদায় প্রিয় ফ্লাকো!
স্থানীয়
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে,
মেনোত্তিকে মার্চ মাসে গুরুতর রক্তাস্বল্পতা নিয়ে একটি
ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তিনি এপ্রিল মাসে ফ্লেবিটিসের জন্য অস্ত্রোপচার
করেছিলেন এবং পরে দেশে ফিরে আসেন বলে জানা গেছে। আর্জেন্টিনার ফুটবলে তাকে সবচেয়ে
প্রভাবশালী কোচ হিসেবে বিবেচনা করা হয়।
মেনোত্তি
একজন রাজনৈতিক কর্মী এবং আর্জেন্টিনার কমিউনিস্ট পার্টির সহযোগী সদস্য হবার
পাশাপাশি বক্সিং অনুরাগী ছিলেন। তিনি রোজারিও সেন্ট্রাল (১৯৬০-৬৩ এবং ১৯৬৭) এর
একজন তরুণ খেলোয়াড় হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, তারপরে রেসিং
ক্লাব (১৯৬৪) এবং বোকা জুনিয়র্স (১৯৬৫-১৯৬৬)সহ একাধিক ক্লাবের হয়ে খেলেন।
মেনোত্তি
মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক জেনারেলদের হয়ে খেলেছেন (১৯৬৭), তারপরে ব্রাজিলের
সান্তোস (১৯৬৮) এবং ইতালির জুভেন্টাসের (১৯৬৯-১৯৭০) হয়েও তাকে খেলতে দেখা গেছে।
মেনোত্তি
১৯৭৪ থেকে ১৯৮৩ সালের মধ্যে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন। বিশ্বকাপের
প্রাক্কালে, মেনোত্তি
১৭ বছর বয়সী ম্যারাডোনাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন-যে সিদ্ধান্তের জন্য
উভয়ের মধ্যে সম্পর্কের বেশ অবনতি নয়। পরবর্তীতে মেনোত্তি ১৯৯১-৯২ সালে মেক্সিকো
জাতীয় দলের কোচ ছিলেন। তিনি বার্সেলোনাকেও নেতৃত্ব দেন, যেখানে তার
স্কোয়াডে ম্যারাডোনা ছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদ, উরুগুয়ের পেনারোল,
ইতালির সাম্পডোরিয়া এবং মেক্সিকোর টেকোসে ছিল তার শেষ কোচিং জীবন। মেনোত্তি
সিগারেটে আসক্ত ছিলেন। কিন্তু ২০১১ সালে তার তামাক আসক্তির কারণে তিন দিনের জন্য
হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি এই অভ্যাস ছেড়ে দেন।
মেনোত্তি একজায়গায় রসিকতা করে বলেছিলেন, আমাকে না
হারানো পর্যন্ত আমি আমার চুল কাটব না। মেনোত্তির হাত ধরেই সহিংসতাপূর্ণ খেলার
কুখ্যাতি থেকে সরে এসে রোমান্টিক ধাঁচের ফুটবল খেলে সমর্থকদের মন জিতেছে
আর্জেন্টিনা।
মেনোত্তির
মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনা জাতীয় দলের
অধিনায়ক লিওনেল মেসি লিখেছেন,
আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং
প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।
মন্তব্য করুন