

দিন কয়েক ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রী মাহিয়া মাহির। যদিও প্রতি বারই জল্পনায় জল ঢালেন তিনি। কিন্তু শুক্রবার ফেসবুক লাইভে এসে আচমকাই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তার পরই দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর দেন নায়িকা।
এরই মধ্যে তাঁরা আলাদা থাকা শুরু করেছেন। এ অভিনেত্রী নিজেই আজ রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
নিজের ফেসবুকে ভিডিও বার্তায় কেঁদে মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে, সেটিও দুজন মিলেই ঠিক করব।
কিন্তু কী কারণে সন্তান জন্মের মাস কয়েকের মধ্যেই স্বামীর থেকে আলাদা হচ্ছেন তিনি তা নিয়ে কিছু বলেননি তিনি ।
তিনি জানান, অনেক দিন ধরে তাঁরা আলাদা থাকছেন।
সাথে আরো বলেন, একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। আসলে সংসার কেন ভাঙে, কেন হাজবেন্ডের সঙ্গে থাকতে পারল না বা হাজবেন্ড কেন তাঁকে সহ্য করতে পারছে না। অথবা তাঁর ওয়াইফটা কেন তাঁর হাজবেন্ডকে সহ্য করতে পারছে না। অথবা দুজন কেন ভালো নাই। দুজনের মধ্যে আসলে কী ঝামেলা হয়েছে—এগুলো তো আমরা আসলে সোশ্যাল মিডিয়া থেকে বুঝব না। তাই আমরা কাউকে নিয়ে যেন জাজ না করি।
মাহি বলেন, আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে গালি দিবেন, অনেক বাজে কথা বলবেন। বিশ্বাস করেন আপনাদের কমেন্ট গুলো আমার কাছে তীরের মত আমার বুকে লাগবে।
ভিডিওর একপর্যায়ে মাহি তাঁর সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান নেটিজেনদের প্রতি। মাহি বলেন,আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্ট করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্ট করবেন না সে যেমনি হোক না কেনো দেখতে ।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন, যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
মন্তব্য করুন


পুষ্পা টিমের বিপদ যেন কাটছেই না!
ভারতের তুমুল হাইপ তোলা চলচ্চিত্র পুষ্পা’র ২য় কিস্তি আসার আগেই একের পর এক বাধার
সম্মুখীন হচ্ছেন সিনেমাটির নায়ক, নির্মাতা ও পুরো টিম। তার আগেও দুর্ঘটনার কারণে
বন্ধ ছিল সিনেমাটির শুটিং। সেই দুর্ঘটনায় সিনেমার একাধিক তারকা আহত হয়েছিলেন। তবে এবার
সিনেমাটির নায়ক আল্লু অর্জুন পড়লেন আঘাতের কবলে। ফের বন্ধ হলো পুষ্পার’
সিক্যুয়েলের শুটিং।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র
ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে
স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট পেয়েছেন আল্লু অর্জুন। চিকিৎসক জানিয়েছেন,
তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সে কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন
সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।
ইন্ডাস্ট্রি সূত্র অনুসারে, ‘পুষ্পা’র
দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় পরিবর্তন। এমনকি সিনেমাটির ক্লাইম্যাক্স
একেবারে চমকে দেবে দর্শকদের! এর আগে পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,
‘পুষ্পা’ যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এর দ্বিতীয়ভাগ
সাজানো হচ্ছে।
আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২০২১ সালে
মুক্তি পায়। করোনা-পরবর্তী পর্যায়ে এই সিনেমাটির হাত ধরে ভারতীয় বিনোদন সংস্থা
সাফল্যের মুখ দেখেছিল।
মন্তব্য করুন


টালিউডে নতুন জ্যোতির্ময়ী, প্রথম সিনেমাতেই দেবের সঙ্গে জুটি
টালিউডে নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রথম সিনেমাতেই তিনি পেয়েছেন সময়ের আলোচিত নায়ক দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দেবের নাম প্রথম শুনে তার গায়ে শিহরণ জাগেছিল। আর দেবকে সরাসরি দেখার দিনটিও ছিল কিছুটা ভয়ের—কিন্তু তা শীঘ্রই উচ্ছ্বাসে পরিণত হয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দ্বিতীয় গান প্রকাশের পর জ্যোতির্ময়ীর উচ্ছ্বাস যেন সীমাহীন। নতুন সিনেমা শুরুতে বিশ্বাস করাও কঠিন ছিল। তিনি জানান, অনুভূতি এতটাই চরম যে ভাষায় প্রকাশ করা যায় না। তিনি আরও বলেন, “লোকে আমার মুখ দেখে বোঝে না আমি খুশি নাকি দুঃখ পেয়েছি। পর্দায় দেবের বিপরীতে রোম্যান্স করলেও তিনি বুঝতে পারেননি আমার অনুভূতি।”
জ্যোতির্ময়ী বলেন, দেবের সঙ্গে প্রথম দেখা ততদিনের স্মৃতিতে অদ্ভুত। “সেই সময় দেবদা ওজন একটু বাড়িয়েছেন, মুখে দাড়ি-গোঁফ ছিল। প্রথমে একটু ভয় লেগেছিল। কিন্তু পর কিছু দিনের মধ্যে দেখলাম—এটাই আমার পর্দার ‘পাগলু’ দেবদা।” পরিচালক অভিজিৎ সেনের কাছে তার কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
লন্ডনে দীর্ঘ শুটিং চলাকালীন অভিনেত্রী এবং দেবের কাজের ফাঁকে ঘুরাফিরা, খাওয়াদাওয়া এবং কেনাকাটা করাও স্মরণীয় হয়ে গেছে। দেবের জন্য কি কিনলেন—এই প্রশ্নে প্রথমে থমকে গেলেও পরে হেসে বলেন, “ওর পছন্দ কী করে জানব, সারাক্ষণ তো ওর সঙ্গে থাকি।”
অভিনেত্রী আরও উচ্ছ্বাসে জানান, মিঠুন চক্রবর্তী এই সিনেমায় আছেন। প্রথম সিনেমা তার জন্য অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে—‘প্রজাপতি ২’ তার অনেক ‘প্রথম’ স্মৃতি হিসেবে থাকবে। একই সঙ্গে ছোটপর্দার ধারাবাহিক ‘বঁধুয়া’র চরিত্র ‘পেখম’ তাকে দেবের সঙ্গে কাজের পথে নিয়ে এসেছে।
জ্যোতির্ময়ী হেসে বলেন, “পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্সে আমার কোনো আপত্তি নেই। বাস্তবে অবশ্য নয়—বাস্তবে দেবকে আমি খুবই শ্রদ্ধা করি।”
যদি ভবিষ্যতে পরিস্থিতি উল্টো হয়, অর্থাৎ দেব ছোটপর্দায় নায়ক হন, জ্যোতির্ময়ী খুশি কণ্ঠে বলেন, “তাহলে আমাদের কে ‘পাগলু’ উপহার দেবে?”
ছোটপর্দার নায়িকাদের বড়পর্দায় সুযোগ দেওয়ার বিষয়ে তার মন্তব্য, “দেবদার মতোই সবার উচিত এমন ভাবা। প্রযোজক অতনু রায়চৌধুরীও এর পক্ষে। মাধ্যম দেখে নয়, অভিনেতা-অভিনেত্রীর প্রতিভা মাপা উচিত।” ভবিষ্যতে ছোটপর্দায় ফিরতে রাজিও জ্যোতির্ময়ী।
এবং পরিশেষে, নিজের ‘প্রজাপতি’ কবে বসবে—এই প্রশ্নে প্রাণখোলা হাসি দিয়ে বলেন, “আরও ১০–১২ বছর অপেক্ষা, তারপর বসুক।”
মন্তব্য করুন


ঢাকায় এসেছেন পাকিস্তানি জনপ্রিয় নায়িকা হানিয়া আমির। ঢাকায় এসে ঘুরছেন মনের আনন্দে। পথের ধারের খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় তিনি ছিলেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে, সেখানে তিনি একটি আয়োজনে অংশ নেন। সেই আয়োজনে উপস্থাপক তাঁর কাছে প্রশ্ন করেন, শাহরুখ খান নাকি শাকিব খান—কে তাঁর পছন্দ। উত্তরে যা বলেছেন, তা উপস্থিত দর্শকদের দিয়েছে আনন্দ।
শুক্রবার ভোরে হানিয়া আমির গিয়েছিলেন ঢাকার আহসান মঞ্জিলে। সেখানে তিনি একটি ভিডিও ভ্লগের শুটিংয়ে অংশ নেন। সেখানে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগে অংশ নেন তিনি। পাশাপাশি চেখে দেখেন ফুচকা, ঝালমুড়ির মতো কিছু রাস্তার খাবার। শনিবার সন্ধ্যায় ঢাকার পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের একপর্যায়ে তিনি মুখোমুখি হন উপস্থাপক সৌমিক আহমেদের। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান নাকি শাহরুখ খান, কাকে পছন্দ করেন—এমন প্রশ্নের উত্তরে হানিয়া আমির বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’
হানিয়া আমির পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। অল্প সময়ে তিনি অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন। ২০১৬ সালে কমেডি ঘরানার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়ান। এই কাজের জন্য তিনি অর্জন করেন ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন’ (ফিমেল) পুরস্কার।
চলচ্চিত্র ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি ‘সরদারজি ৩’ তাঁকে বাণিজ্যিকভাবে বড় সাফল্য এনে দেয়। প্রাণবন্ত অভিনয় ও সহজ-সরল ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুতই দর্শকদের প্রিয় অভিনেত্রীতে পরিণত হন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব হানিয়া আমির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ১৮ দশমিক ৯ মিলিয়নের বেশি। ফানি ভিডিও, নান্দনিক ছবি ও স্টাইলিশ লুক শেয়ার করে তরুণদের কাছে তিনি শুধু অভিনেত্রী নন, একাধারে ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া। কয়েক বছরের মধ্যেই তিনি তাঁর প্রতিভা ও উচ্ছ্বল ব্যক্তিত্ব দিয়ে পাকিস্তানের সীমা ছাড়িয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মন্তব্য করুন


অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা (৩৯) মারা গেছেন।
মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। ৩৯ বছর বয়সে শেষ হলো অভিনেত্রীর পথচলা।
গত ২১ মে রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। সে রাতেই ধানমন্ডির এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানা যায়। উন্নত চিকিৎসার জন্য পরদিন ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এরপর সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
অভিনেত্রী সীমানা দুই সন্তানের মা। বড় ছেলের নাম শ্রেষ্ঠ। ছোট সন্তান স্বর্গের বয়স তিন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা।
মন্তব্য করুন


সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল কে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে। মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।
নোবেলের পারিবারিকসূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
কিছুদিন আগে কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু করে।
সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নোবেল নিয়ে আসেন বলে জানা যায়। পরিবার ওই তরুণীকে নিতে ঢাকায় এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি তরুণীর স্বামী ফেসবুক লাইভে জানিয়েছেন।
জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন


চিত্রনায়ক জায়েদ খান সংযুক্ত আরব আমিরাতে স্টেজ পারফর্মেন্স করেছেন। আর এবার দুবাই থেকে সমুদ্রসৈকতে ডিগবাজি দিলেন জায়েদ খান।
তবে ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন এই ঢালিউড তারকা।
জায়েদ খানের ফেসবুক ওয়ালে ভিডিওটিও দেখলে এমনটিও দেখা যায়। ব্যথা পেলেও এই নায়ক বললেন
দর্শকের জন্য সারপ্রাইজ আসছে।
সূত্রের খবর, কোনো এক বলিউড নায়িকার সঙ্গে একটি কাজে দেখা মিলবে এই নায়কের। জায়েদের বিপরীতে থাকবেন একজন জনপ্রিয় বলিউড হিরোইন। তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না চিত্রনায়ক জায়েদ খান। সময় এলে সেই খবরটি দেবেন বলে জানালেন জায়েদ খান।
সিনেমায় অভিনয়ের বাইরে জায়েদ খান নিয়মিত স্টেজ পারফর্মেন্স, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে অংশ নিচ্ছেন। দেশ-বিদেশে তো স্টেজ প্রোগ্রাম লেগেই আছে। ভারতীয় নায়িকা পূজা ব্যানার্জির সঙ্গেও একটি সিনেমায় দেখা যাবে তাকে।
মন্তব্য করুন


৩ বছর বিরতির পর অনেকটা নীরবেই হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আয়োজন। গেল ২৮ জানুয়ারি বসেছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর।
সেখানে ২০ প্রতিযোগীর মধ্যে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ এর মুকুট উঠেছে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলার মাথায়।
এছাড়া প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না।
জানা যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি।
নীলার ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন তিনি। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি।
সামাজিক মাধ্যমেও তার পরিচিতি বেশ। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক - তিন মাধ্যমেই জনপ্রিয় নীলা। বিশেষ করে টিকটকে তার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তার ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে এক লাখ ১০ হাজার।
ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান নীলা। পাশাপাশি প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, বিজয়ী নীলা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে। এবারের মূল আয়োজনটি হবে ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা।
মন্তব্য করুন


দ্বিতীয় স্বামীর পদবি মুছে সিঙ্গেল চিত্রনায়িকা মাহিয়া মাহি । কারণ তিনি তার দ্বিতীয় স্বামীর পদবি মুছে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই ঘোষণা দেন।
দ্বিতীয় বিয়ের পর স্বামী রকিব সরকার ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। কিন্তু অভিনেত্রীর সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এবার স্বামীর পদবি মুছে দিলেন এই চিত্রনায়িকা।
২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। সময়ের সঙ্গে সঙ্গে শারমীন নিপা থেকে হয়ে ওঠেন মাহিয়া মাহি। এরপর থেকে এই নামেই পরিচিতি লাভ করেন তিনি। রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই তার নামের সঙ্গে সংযুক্ত ‘সরকার’ পদবি বদলে ফেললেন মাহি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় মাহি জানান, আমরা দুজন মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে ভীষণ সম্মান করি আমি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।
বর্তমানে চলচ্চিত্রে আগের মতো নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারেননি। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে মানসিক অবসাদেই যেন ভুগছেন মাহি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।
মন্তব্য করুন


বিয়ে
করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার
রহমান। দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ প্রেমের সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবে
পরিণয়ে রূপ নিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।
বিয়ের
একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে রাফসান সাবাব লেখেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের
পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য।
আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”
এই
খবরে অভিনন্দনের জোয়ার বইছে শোবিজ অঙ্গনে। সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে নবদম্পতির
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন। এর মধ্যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের
আবেগঘন মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।
সাফা
কবির লিখেছেন, “দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে
উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার
আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।”
উল্লেখ্য,
রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ইভেন্ট ও শো উপস্থাপনার মাধ্যমে
নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ
প্রজন্মের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছেন। দুই ভিন্ন ভুবনের দুই সফল মানুষের এই নতুন
পথচলা বিনোদন জগতে যোগ করলো নতুন এক মাত্রা।
মন্তব্য করুন


বর্তমানে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে
সিনেপাড়ায় আলোচনা না হলেও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রয়েছেন আলোচনায়। তবে আলোচনা
তার ব্যক্তিগত জীবন নিয়ে।
মঙ্গলবার (২৫ জুন) ব্যবসায়ী নাছির উদ্দিন
মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা
পরীমণি।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় মঞ্জুর করেন।
এরপরই নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন চিত্রনায়িকা পরিমণি। যেখানে তিনি লেখেন ‘Bye bye Russells Viper Welcome পরীমণি’।
বলা যায় তার এই পোস্ট সামাজিকমাধ্যমে
চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া।
মন্তব্য করুন